পোস্টাল ব্যালটে ভোট দিতে প্রবাসী ভোটার নিবন্ধন লাখ ছাড়াল
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ১০:৩৭ | অনলাইন সংস্করণ
আলোকিত ডেস্ক

পোস্টাল ব্যালটে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিভিন্ন দেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ১ লাখ ১ হাজার ৯৮৭ জন প্রবাসী বাংলাদেশি।
রোববার (৩০ নভেম্বর) রাত ৮টা পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেটে এ তথ্য জানা গেছে।
ইসির তথ্যানুযায়ী, নিবন্ধনকারীদের মধ্যে ৮৬ হাজার ৫৯১ জন পুরুষ ভোটার এবং ১৫ হাজার ৩৯৬ জন নারী ভোটার।
দেশভিত্তিক নিবন্ধনের মধ্যে—যুক্তরাষ্ট্রে ১৭ হাজার ৬৭৪ জন, দক্ষিণ কোরিয়ায় ৯ হাজার ৩৭৫ জন, কানাডায় ৮ হাজার ৩৮৫ জন, সিঙ্গাপুরে ৮ হাজার ২১ জন, অস্ট্রেলিয়ায় ৭ হাজার ৩৯১ জন, জাপানে ৬ হাজার ৭৭০ জন, যুক্তরাজ্যে ৬ হাজার ২৩৮ জন, দক্ষিণ আফ্রিকায় ৪ হাজার ৭১১ জন, ইতালিতে ৪ হাজার ৬৮১ জন এবং সৌদি আরবে ৩ হাজার ৫৯২ জন।
