ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬১০
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ১৭:৩৮ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে মশাবাহিত এ রোগে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬১০ জন।
সোমবার (১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তার সংখ্যায় শীর্ষে রয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন—১৭১ জন। এরপর চট্টগ্রাম বিভাগে ১২২ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১০২ জন, ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ৮১ জন, বরিশালে ৫২ জন, খুলনায় ৩১ জন, ময়মনসিংহে ২৬ জন, রাজশাহীতে ১৭ জন, সিলেটে ৬ জন এবং রংপুর বিভাগে ভর্তি হয়েছেন ২ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে সোমবার পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩৮৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ১৭৭ জনের মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়। এছাড়া ঢাকা উত্তরে ৬৩ জন, বরিশালে ৪৭ জন, চট্টগ্রামে ৩১ জন, ময়মনসিংহে ২২ জন, রাজশাহীতে ২০ জন, খুলনায় ১৩ জন, ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ৯ জন এবং সিলেটে ২ জনের মৃত্যু হয়েছে।
এ সময়ের মধ্যে ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়েছেন ৯৫ হাজার ১২ জন। বিভাগওয়ারি হিসাবে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে বরিশালে—২০ হাজার ৭০৮ জন। আর সবচেয়ে কম রোগী শনাক্ত হয়েছে সিলেট বিভাগে—৩৮২ জন।
