দেশের স্বার্থে ভাল নির্বাচনের বিকল্প নেই: ইসি সানাউল্লাহ
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ১০:৩৫ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, দেশের স্বার্থে একটা ভাল নির্বাচনের বিকল্প নেই। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এবারের নির্বাচন হবে ভিন্ন মাত্রার।
বুধবার (৩ ডিসেম্বর) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাংবাদিকদের দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ইসি সানাউল্লাহ বলেন, বিগত দেড় দশকে নির্বাচনী ব্যবস্থা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে, এর উত্তরণ ঘটাতে সকলের দায় দায়িত্ব আছে।
স্বচ্ছ নির্বাচন করার জন্য গণমাধ্যমের বিকল্প নেই বলে জানিয়ে ভোটের সময় গণমাধ্যমের অবাধ বিচরণ নিশ্চিত করার আশ্বাস দেন তিনি।
