যারা মাইনাস ফোর ফর্মুলা দিচ্ছে, তারা স্বৈরাচারের দোসর: প্রেস সচিব 

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ১৫:৫৩ | অনলাইন সংস্করণ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের কোনো বাধা নেই। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, যারা ‘মাইনাস ফোর’ ফর্মুলার কথা বলছে তারা স্বৈরাচারের দোসর।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে মাগুরা সরকারি মডেল স্কুল মাঠে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব বলেন, তারেক রহমানের দেশে ফেরা সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। সরকারের তরফ থেকে কোনো সীমাবদ্ধতা বা বাধা নেই। তার দেশে ফেরা তার নিজের সিদ্ধান্ত এবং তার দলের ইচ্ছার ওপর নির্ভরশীল।

‘মাইনাস ফোর ফর্মুলা’ প্রসঙ্গে তিনি বলেন, যারা এ ধরনের প্রস্তাব বা আলোচনা করছে তারা সবাই স্বৈরাচারের দোসর দলের লোক। সরকারের পক্ষ থেকে কখনোই ‘মাইনাস ফোর’ নিয়ে কোনো বক্তব্য দেওয়া হয়নি।

তিনি আরও বলেন, যিনি মাইনাস হয়েছেন, তিনি হত্যাযোগ্য অপরাধের কারণে মাইনাস হয়েছেন।

নির্বাচন প্রসঙ্গে শফিকুল আলম বলেন, আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবেই। কোনো শক্তি নেই যে নির্বাচন প্রতিহত করতে পারে। সকল দলের অংশগ্রহণে একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।

জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, জাতীয় পার্টি একটি স্বৈরাচারের দোসর দল এবং তারা এখনও নিষিদ্ধ হয়নি। তাদের বিষয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থান স্পষ্ট। নির্বাচন করবে কি না—এটি সম্পূর্ণ তাদের নিজস্ব সিদ্ধান্ত।

তিনি আরো বলেন, ইতিহাস একদিন বলবে, জাতীয় পার্টি স্বৈরাচারের ভয়ঙ্কর রকমের দোসর ছিল। আওয়ামী লীগ যে সব অপকর্ম করেছে, তার বেশিরভাগই করেছে জাতীয় পার্টির সহযোগিতায়।