আনসার বাহিনীকে জড়িয়ে অসত্য সংবাদ: কর্তৃপক্ষের প্রতিবাদ

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ১৫:০১ | অনলাইন সংস্করণ

সম্প্রতি দেশের কয়েকটি জাতীয় দৈনিকে প্রকাশিত “শেখ মুজিবের মূর্তি পাহারায় আনসার নিয়োগ” শীর্ষক প্রতিবেদনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

শনিবার (৬ ডিসেম্বর) আনসার-ভিডিপি সদর দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, উক্ত সংবাদ সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন ও মনগড়া।

বিবৃতিতে বলা হয়, ধামরাই পৌর কার্যালয়ে স্থাপিত শেখ মুজিবুর রহমানের ম্যুরালের নিরাপত্তায় আনসার মোতায়েনের যে দাবি করা হয়েছে, তা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। আনসার বাহিনী কখনোই কোনো পৌরসভায় বিচ্ছিন্নভাবে আনসার সদস্য মোতায়েন করেনি। সেখানে যে দুইজন ব্যক্তি নিরাপত্তার দায়িত্ব পালন করেন, তারা আনসারের সদস্য নন এবং আনসারের পোশাক পরিধান করেও দায়িত্ব পালন করেননি।

আনসর বাহিনী আরও জানায়, বিগত সরকারের সময়ে পৌর কর্তৃপক্ষ মাসিক জনপ্রতি ১০ হাজার টাকা চুক্তিভিত্তিক বেতন নির্ধারণ করে দুইজন বেসরকারি সিকিউরিটি সদস্য নিয়োগ দিয়েছিল। উক্ত নিয়োগের সঙ্গে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই।

বিবৃতিতে উল্লেখ করা হয়, এর আগেও রাজধানীর মাতুয়াইল জরুরি শিশু ও মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটে বিভিন্ন অনিয়ম সংক্রান্ত একটি অনুসন্ধানী প্রতিবেদনে একই ধরনের বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল। ওই ঘটনায় হাসপাতালের সিকিউরিটি কর্মীদের পোশাক আনসার ইউনিফর্মের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হওয়ায় সাধারণ মানুষ ভুল ধারণা পোষণ করেছিল।

আনসার বাহিনী জানিয়েছে, এ ধরনের মিথ্যা ও সংবেদনশীল প্রতিবেদন জনগণের মধ্যে বাহিনী সম্পর্কে ভুল ধারণা তৈরি করে বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে। একই সঙ্গে দেশের সর্ববৃহৎ পেশাদার বাহিনীকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রকাশ সদস্যদের মনোবল হ্রাসের পাশাপাশি দায়িত্ব পালনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

বাহিনী গণমাধ্যম ও সচেতন মহলকে সতর্ক করে জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের সংবেদনশীল কোনো প্রতিবেদন প্রকাশের পূর্বে তথ্যের সত্যতা যাচাই করতে আনসার অধিদপ্তরের গণসংযোগ কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হলো।