‘সঠিক পরিচর্যায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরাই ভবিষ্যতের শক্তি’
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ১৫:২৯ | অনলাইন সংস্করণ

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের যথাযথ পরিচর্যা, মানসম্মত শিক্ষা ও প্রশিক্ষণ নিশ্চিত করা গেলে তারাই হবে দেশের ভবিষ্যতের অন্যতম শক্তি— এমন মন্তব্য করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
শুক্রবার (৫ ডিসেম্বর) রাজধানীর উত্তরা জসিম উদ্দীন এভিনিউয়ের ‘প্যালেট গ্যালারী’-তে ঢাকা সেনানিবাসস্থ প্রয়াস স্কুলের আর্ট প্রশিক্ষক আফিফ আলভির একক চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে কাজ করা নবীন শিল্পী আলভির চিত্রকর্মে ফুটে উঠেছে মানবিক অনুভূতি, প্রকৃতির সূক্ষ্ম সৌন্দর্য এবং সমকালীন জীবনের নানামুখী অভিব্যক্তি। সাহসী রঙের ব্যবহার, দৃঢ় ব্রাশস্ট্রোক এবং আবেগময় উপস্থাপনা প্রদর্শনীতে আগত দর্শকদের অনুপ্রাণিত করে।
অনুষ্ঠানে মহাপরিচালক বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা দেশের সম্ভাবনার গুরুত্বপূর্ণ ভিত্তি। সমাজের সম্মিলিত সহযোগিতা, প্রয়োজনীয় সুযোগ ও সঠিক পরিচর্যার মাধ্যমে তারা দক্ষ মানবসম্পদে পরিণত হয়ে জাতীয় অগ্রগতিতে ভূমিকা রাখতে পারবে।
তিনি আরও জানান, আনসার বাহিনীর ‘সঞ্জীবন প্রকল্প’ ইতোমধ্যে গ্রামীণ ও প্রান্তিক অঞ্চলের নবীন প্রতিভা বিকাশে কার্যকর ভূমিকা রাখছে। সঞ্জীবন কার্যক্রম বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সক্ষমতা বৃদ্ধি করে সমাজে সমানভাবে উন্নতির সুযোগ নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলেও মন্তব্য করেন তিনি।
শিল্পপ্রেমী ও বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্য সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মাসরুর আরেফীন; প্রয়াস স্কুলের নির্বাহী পরিচালক ও অধ্যক্ষ কর্নেল মো. আলতাফ আলী, পিএসসি; এবং বেক্সার সভাপতি মো. গোলাম রব্বানী। তাদের উপস্থিতি পুরো আয়োজনকে আরও গুরুত্ববহ করে তোলে।
এই প্রদর্শনী শুধু আফিফ আলভির শিল্পযাত্রার স্বীকৃতি নয়, বরং বিশেষ চাহিদাসম্পন্ন তরুণদের সৃজনশীল সম্ভাবনা বিকাশে একটি অনুপ্রেরণাদায়ক উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
