পোস্টাল ভোট: নিবন্ধন চলবে তফসিলের দিন থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ১৭:১৯ | অনলাইন সংস্করণ

আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নির্বাচনি দায়িত্বে নিয়োজিত এবং নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীরা পোস্টাল ভোটের মাধ্যমে ভোট দিতে চাইলে তফসিল ঘোষণার দিন থেকে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করতে পারবেন।
শনিবার (৬ ডিসেম্বর) নির্বাচন কমিশন (ইসি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ এলাকার বাইরে থাকা সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা নির্বাচনী তফসিল ঘোষণার তারিখ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন।
এ বিষয়ে বিস্তারিত জানতে নির্বাচন কমিশনের ওয়েবসাইট (www.ecs.gov.bd) ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে।
ইসির তথ্য অনুযায়ী, প্রবাসী বাংলাদেশিদের জন্য চালু করা পোস্টাল ভোট ব্যবস্থায় এ পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশ থেকে নিবন্ধন করেছেন ১ লাখ ৯৪ হাজার ৪১৭ জন ভোটার। এর মধ্যে সর্বাধিক নিবন্ধন এসেছে সৌদি আরব থেকে।
