নরসিংদীতে স্পিনিং মিলে আগুন
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:১৮ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

নরসিংদীর শীলমান্দিতে এন. আর নামে একটি স্পিনিং মিলে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
শনিবার (৬ ডিসেম্বর) দিবাগত রাত ১০টার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে৷
নরসিংদী ফায়ার সার্ভিসের উপ পরিচালক শিমুল মোহাম্মদ রফি জানান, খবর পেয়ে মাধবদী ফায়ার সার্ভিসের ২টি এবং নরসিংদী সদর ফায়ার সার্ভিসের আরও ২টিসহ মোট ৪টি ইউনিট আগুন নেভানোর কাজ করে।
প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলেও জানান তিনি।
কারখানা কতৃপক্ষ ও ফায়ার সাভির্স সূত্র জানায়, শনিবার রাত ১০টা ৫মিনিটে বৈদ্যুতিক তার গাছ থেকে স্পার্কের স্ফুলিঙ্গ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্ত্তের মধ্যেই দুইটি তুলার গোডাউনে আগুন ছড়িয়ে পরে। খবর পেয়ে নরসিংদী, মাধবদী, পলাশ ও নারায়ণগঞ্জের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দমকল বাহিনির সাথে কারখানার শ্রমিক ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে আনার কাজে যোগ দেয়।
কীভাবে আগুনের সূত্রপাত ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানাতে পারেনি ফায়ার সার্ভিস। আগুনে মিলটির তুলা ও সূতা পুড়ে গেছে।
আবা/এসআর/২৫
