সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল নিয়ে বৈঠকে ইসি
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:০৬ | অনলাইন সংস্করণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট আয়োজনের প্রস্তুতি পর্যবেক্ষণ ও তফসিল নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করতে পর্যালোচনা সভা শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (৭ ডিসেম্বর) সকাল পৌনে ১১টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দিনের সভাপতিত্বে নির্বাচন ভবনে এ সভা শুরু হয়। এতে অন্য চার কমিশনার, ইসি সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত আছেন।
সভা শেষে যেকোনো দিন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে। এ ছাড়া নির্বাচন প্রক্রিয়া, প্রশাসনিক প্রস্তুতি এবং মাঠপর্যায়ের সমন্বয়সহ একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসার সম্ভাবনাও রয়েছে।
এর আগে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার সাংবাদিকদের জানান, রোববারের এই সভায় তফসিলের সময়সূচি নিয়ে সিদ্ধান্ত হবে। এরপর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে তফসিল চূড়ান্তভাবে ঘোষণা করা হবে।
