প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন সিইসি ও ইসিরা
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ১৬:৫২ | অনলাইন সংস্করণ

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে তার সরকারি বাসভবন যমুনার উদ্দেশে রওনা হয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও চার নির্বাচন কমিশনার।
রোববার (০৭ ডিসেম্বর) বিকেলে নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বেলা পৌনে ১১টায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চূড়ান্ত করতে গুরুত্বপূর্ণ বৈঠকে বসে নির্বাচন কমিশন (ইসি)। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), চার নির্বাচন কমিশনার এবং ইসি সচিবসহ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
