রাজশাহী মহানগর পুলিশের ১২ থানার ওসিকে বদলি

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ২২:৩৩ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী মহানগর পুলিশের ১২টি থানায় নতুন ওসি পদায়ন করা হয়েছে। বদলির আদেশ অনুযায়ী নতুন ওসিরা অবিলম্বে দায়িত্ব গ্রহণ করবেন।

রোববার (৭ ডিসেম্বর) মহানগর পুলিশ কমিশনার মো. জিললুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি কার্যকর করা হয়।

অফিস আদেশ অনুযায়ী লটারির মাধ্যমে নির্বাচিত ওসিরা নতুন থানায় দায়িত্ব গ্রহণ করবেন বলে জানান তিনি।

নতুন পদায়ন পাওয়াদের মধ্যে বোয়ালিয়া মডেল থানার ওসি আবুল কালাম আজাদকে মতিহার থানায় এবং দামকুড়া থানার ওসি রবিউল ইসলামকে বোয়ালিয়া মডেল থানার দায়িত্ব পেয়েছেন।

এ ছাড়া চন্দ্রিমা থানার ওসি মো. আরজুন বেলপুকুর থানায়, মতিহার থানার ওসি মো. আব্দুল মালেক রাজপাড়া থানায়, কাটাখালী থানার ওসি মো. আব্দুল মতিনকে পবা থানায়, বেলপুকুর থানার ওসি সুমন কাদেরীকে কাটাখালী থানায়, শাহমখদুম থানার ওসি মাছুমা মুস্তারীকে এয়ারপোর্ট থানায় বদলি করা হয়েছে।

অপরদিকে এয়ারপোর্ট থানার ওসি মো. ফারুক হোসেন শাহমখদুম থানায়, পবা থানার ওসি মো. ফরহাদ আলী কাশিয়াডাঙ্গা থানায়, কর্ণহার থানার ওসি মো. মনিরুল ইসলাম চন্দ্রিমা থানায়, কাশিয়াডাঙ্গা থানার ওসি মো. আজিজুল বারী ইবনে জলিল দামকুড়া থানায় এবং রাজপাড়া থানার ওসি মো. হাবিবুর রহমান কর্ণহার থানায় লটারির মাধ্যমে বদলি করা হয়।

 

আবা/এসআর/২৫