পদত্যাগ করেছেন উপদেষ্টা মাহফুজ ও আসিফ
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ১৭:৪৭ | অনলাইন সংস্করণ

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে তারা পদত্যাগপত্র জমা দেন। বিষয়টি নিশ্চিত করেছে সরকারের একটি দায়িত্বশীল সূত্র।
সূত্রে জানায়, এই দুই উপদেষ্টার পদত্যাগের নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। আজ বুধবার সন্ধ্যা সোয়া ৬টায় এ বিষয়ে ব্রিফিং করা হবে।
উল্লেখ্য, আসিফ মাহমুদ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। অন্যদিকে মাহফুজ আলম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।
