সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ২২:২২ | অনলাইন সংস্করণ

সুদানে সন্ত্রাসীদের হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৮ সেনা সদস্য আহত হয়েছেন।
বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) আজ শনিবার (১৩ ডিসেম্বর) খুদে বার্তায় এ কথা জানায়।
আইএসপিআর জানায়, সুদানের আবেই এলাকায় জাতিসংঘের ঘাঁটিতে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। আহত হয়েছেন আটজন।
সন্ত্রাসীদের সঙ্গে যুদ্ধ চলমান রয়েছে বলেও জানিয়েছে আইএসপিআর।
আবা/এসআর/২৫
