বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষ

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ১৩:১৫ | অনলাইন সংস্করণ

মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের বীর সন্তানদের স্মরণ করতে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল নেমেছে।

মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ সাভারের জাতীয় স্মৃতিসৌধে সমবেত হন।

সরেজমিনে দেখা যায়, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, স্কুল-কলেজের শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের সদস্যরা স্মৃতিসৌধ প্রাঙ্গণে উপস্থিত হন। তাদের হাতে ছিল ফুল, ব্যানার ও ফেস্টুন।

শ্রদ্ধা ও ভালোবাসায় ফুলের পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে তারা বীর শহীদদের প্রতি সম্মান জানান। এতে ফুলে ফুলে ভরে ওঠে শহীদদের বেদী।