পিলখানা ও সারাদেশে বিজিবির বিজয় দিবস উদযাপন
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ১৫:২৬ | অনলাইন সংস্করণ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন করেছে। ঢাকার পিলখানাস্থ বিজিবি সদর দপ্তরসহ বাহিনীর সকল রিজিয়ন, প্রতিষ্ঠান, সেক্টর ও ইউনিটে দিবসটি পালিত হয়েছে বিস্তৃত কর্মসূচির মাধ্যমে।
দিবসের কর্মসূচি অনুযায়ী সকালেই সূর্যোদয়ের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয় পিলখানাস্থ সদর দপ্তরসহ সারাদেশের সকল স্থাপনায়।
এরপর সাভার জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী অংশগ্রহণ করেন। সকাল ৭:৪৫ ঘটিকায় মহাপরিচালক ‘সীমান্ত গৌরব’-এ পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
এ সময় বিজিবি’র চৌকষ দল শহীদদের প্রতি ‘গার্ড অব অনার’ প্রদানের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে।
মহান বিজয় দিবস উপলক্ষে পিলখানাসহ সারাদেশের সকল ইউনিটে প্রীতিভোজের আয়োজন করা হয়। কেন্দ্রীয় প্রীতিভোজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি মহাপরিচালক।
এছাড়া সদর দপ্তরের কেন্দ্রীয় মসজিদসহ সব ইউনিটের মসজিদে শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত, বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য, জাতির শান্তি ও সমৃদ্ধি এবং বাহিনীর অগ্রগতি ও ঐক্য কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
বিজিবি সদস্য ও তাদের পরিবারবর্গ এবং বিজিবি স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য বিজিবি সিনেমা হলে বিনামূল্যে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পিলখানাস্থ বিজিবি সদর দপ্তরের জাদুঘর ও চিড়িয়াখানা বিনা টিকেটে প্রদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়।
ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠান যেমন- টি-টোয়েন্টি ক্রিকেট, ফুটবল, কাবাডি ও হা-ডুডু টুর্নামেন্ট এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হাতিরঝিলে অ্যাস্ফিথিয়েটারে বিজিবি অর্কেষ্টা ও ব্যান্ডের মাধ্যমে সংগীত ও বাদ্য পরিবেশন করা হয়।
অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে বিজিবি সদর দপ্তরসহ সারাদেশের সকল স্থাপনায় বর্ণিল আলোকসজ্জা, জাতীয় পতাকা উত্তোলন, ব্যানার ও ফেস্টুন দ্বারা সজ্জিত করা।
এছাড়া সকল ইউনিটের গেইট ও সংলগ্ন সড়ক এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি করা হয়।
