অনলাইন সংস্করণ
১৩:৪৩, ১৮ ডিসেম্বর, ২০২৫
রাজধানীর হাজারীবাগে একটি ছাত্রী হোস্টেল থেকে জান্নাত আরা রুমী (৩০) নামে এক এনসিপি নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে জিগাতলা পুরান কাঁচা বাজারের পাশে একটি ছাত্রী হোস্টেল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে, রুমীর বাবার নাম মো. জাকির হোসেন। তার গ্রামের বাড়ি নওগাঁ জেলার নাজিরপুর থানার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়। তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর দক্ষিণ (ধানমন্ডি থানা) সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ছিলেন।
হাজারীবাগ থানার উপ-পরিদর্শক এসআই মো. কামরুজ্জামান জনান, আজ সকালে সংবাদ পেয়ে জিগাতলার ওই নারী হোস্টেল ভবনের পঞ্চম তলার একটি কক্ষে জান্নাত আরা রুমীর ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা। পরে তার মরদেহ উদ্ধার করেন। মৃত জান্নাত আরা রুমী এনসিপির ধানমন্ডি শাখার নারী নেত্রী ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে, তবে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, আইনি প্রকৃয়া শেষে আমরা তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠিয়েছি। হাজারীবাগ থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।