হাদির মৃত্যুর প্রতিবাদে শাহবাগ অবরোধ, বাড়ছে জনসমাগম
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ১২:৫৮ | অনলাইন সংস্করণ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর ঘটনার প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে রাতভর আন্দোলন করেছেন ছাত্র-জনতা।
আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল থেকেও এই আন্দোলন অব্যাহত রয়েছে।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শাহবাগে সব শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি বাড়ছে এবং স্লোগানে উত্তাল হয়ে উঠেছে পুরো এলাকা।
সরেজমিনে দেখা গেছে, শাহবাগ মোড়ে গণপরিবহন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। মোড়জুড়ে অবস্থান নিয়েছেন আন্দোলনরত ছাত্র-জনতা। উপস্থিত আন্দোলনকারীরা দুই ভাগে বিভক্ত হয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আন্দোলনে স্কুল ও কলেজের শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নিচ্ছেন।
এ সময় আন্দোলনকারীদের ‘এই মুহূর্তে দরকার, বিপ্লবী সরকার’, ‘এক দুই তিন চার, ইন্টেরিম গদি ছাড়’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘গোলামি না আজাদী, আজাদী-আজাদী’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’, ‘ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’সহ নানা স্লোগান দিতে দেখা গেছে।
