রাজধানীতে বাসা থেকে ভাই-বোনের মরদেহ উদ্ধার
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ১৪:০৫ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর হাতিরঝিল থানার ওয়ারলেস মোড় এলাকায় একটি বাসার গ্যারেজে রাখা ফ্রিজিং গাড়ি থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহতরা হলো আফরিদা চৌধুরী (১০) এবং তার এক বছর চার মাস বয়সী ভাই ইলহাম চৌধুরী। তাদের বাবা মোসলে উদ্দিন চৌধুরী। পরিবারের গ্রামের বাড়ি কুমিল্লার কোতোয়ালি থানায়।
রোববার (২১ ডিসেম্বর) সকালে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোর্তুজা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দুই শিশুর ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং মরদেহ প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হয়েছে।
পুলিশের প্রাথমিক তথ্যে জানা গেছে, শনিবার সকালে খাবার খাওয়ার পর দুই শিশু অসুস্থ হয়ে পড়ে। পরে স্বজনরা তাদের মগবাজার কমিউনিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।
হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সুমন মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ওয়ারলেস মোড় এলাকার একটি বাসার গ্যারেজে রাখা ফ্রিজিং গাড়ির ভেতর থেকে মরদেহ দুটি উদ্ধার করে। এরপর আইনি প্রক্রিয়া অনুসরণ করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত করানো হয়।
এ ঘটনায় পুলিশ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি।
