৯০ দিনের মধ্যে হাদির হত্যার বিচার সম্পন্ন হবে: আইন উপদেষ্টা

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ১৫:২৪ | অনলাইন সংস্করণ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদি হত্যা মামলার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন করার কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

সোমবার (২২ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

পোস্টে আইন উপদেষ্টা লেখেন, ‘শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন, ২০০২ এর ১০ ধারা অনুযায়ী পুলিশ রিপোর্ট আসার পর সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে বিচার সম্পন্ন করা হবে।’

এর আগে, শরিফ ওসমান হাদি হত্যার বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করতে ‘দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল’ গঠনের দাবি জানায় ইনকিলাব মঞ্চ। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।

তিনি বলেন, এই হত্যাকাণ্ডের জন্য একটি দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠন করতে হবে। প্রয়োজনে আন্তর্জাতিক পেশাদার তদন্ত সংস্থার সহায়তা নিতে হবে। কোনো তথাকথিত ‘বন্দুকযুদ্ধ’ নয়, আমরা চাই প্রকাশ্য বিচার।