ঢাকায় CABI PlantwisePlus জাতীয় স্টেকহোল্ডারস সভা অনুষ্ঠিত
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ১৯:০০ | অনলাইন সংস্করণ

বাংলাদেশে টেকসই উদ্ভিদ স্বাস্থ্য ও কৃষি উন্নয়ন জোরদারের অগ্রগতি পর্যালোচনা, অর্জনসমূহ ভাগাভাগি এবং সহযোগিতা সুদৃঢ় করার লক্ষ্যে ঢাকার শেরাটন হোটেলে সফলভাবে অনুষ্ঠিত হলো CABI PlantwisePlus (PW+) জাতীয় স্টেকহোল্ডারস সভা ২০২৫। সভায় সরকারি কর্মকর্তাবৃন্দ, গবেষক, উন্নয়ন সহযোগী এবং কৃষি খাতের অংশীজনরা অংশগ্রহণ করেন।
CABI PlantwisePlus কর্মসূচি জাতীয় পর্যায়ে অগ্রগতি মূল্যায়ন, অগ্রাধিকার সমন্বয় এবং কৃষকদের জন্য সময়োপযোগী ও টেকসই উদ্ভিদ স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে অংশীদারিত্ব জোরদারের একটি কৌশলগত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে।
কর্মসূচিটি জাতীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে সমন্বিত বালাই ব্যবস্থাপনা (IPM) প্রসার, পরামর্শ সেবা উন্নয়ন এবং জলবায়ু সহনশীল কৃষি ক্ষেত্রে সহায়তা প্রদান করে।
সভাটির উদ্বোধনী বক্তব্য প্রদান করেন বাংলাদেশে CABI-এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. মো. সালেহ আহমেদ। তিনি উদ্ভিদ স্বাস্থ্য সংক্রান্ত উদীয়মান চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত জাতীয় উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।
পরবর্তীতে CABI-এর দক্ষিণ এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক ড. বিনোদ পণ্ডিত এবং PlantwisePlus গ্লোবাল টিম লিডার ড. মালভিকা চৌধুরী আঞ্চলিক ও বৈশ্বিক কার্যক্রমের দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেন।
বিশেষ বক্তব্য প্রদান করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (DAE)-এর ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মো. জাকির হোসেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন DAE-এর মহাপরিচালক জনাব এস. এম. সোহরাব উদ্দিন। তিনি জাতীয় উদ্ভিদ সুরক্ষা ব্যবস্থা শক্তিশালীকরণ এবং কৃষকদের জন্য নির্ভরযোগ্য উদ্ভিদ স্বাস্থ্য পরামর্শে প্রবেশাধিকার বৃদ্ধিতে PlantwisePlus-এর গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন।
কারিগরি অধিবেশনসমূহে DAE, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI) এবং SAF-এর ফোকাল পারসনরা PlantwisePlus-এর আউটপুট ও ফলাফল উপস্থাপন করেন। এসব উপস্থাপনায় পরামর্শ সেবা, সক্ষমতা বৃদ্ধি, তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ এবং টেকসই ফসল সুরক্ষা ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে অংশীদারিত্বের অগ্রগতি তুলে ধরা হয়।
উন্মুক্ত আলোচনা পর্বে অংশগ্রহণকারীরা মতামত, শেখা বিষয়সমূহ ও সুপারিশ ভাগাভাগি করেন, যা কর্মসূচির পরবর্তী ধাপ বাস্তবায়নে দিকনির্দেশনা দেবে।
সভার সমাপনী বক্তব্য প্রদান করেন উদ্ভিদ সংগনিরোধ উইং-এর পরিচালক মো. আব্দুর রহিম। তিনি ধারাবাহিক সহযোগিতা, জাতীয় মালিকানা এবং কৌশলগত সমন্বয়ের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
সভাটির প্রত্যাশিত ফলাফলের মধ্যে রয়েছে—PlantwisePlus-এর অর্জন সম্পর্কে অংশীজনদের অভিন্ন ধারণা, সুপারিশ নথিভুক্তকরণ, অংশীদারদের মধ্যে সমন্বয় জোরদার এবং ভবিষ্যৎ কর্মসূচি জন্য অগ্রাধিকার নির্ধারণ।
CABI PlantwisePlus জাতীয় স্টেকহোল্ডারস সভা ২০২৫ বাংলাদেশে টেকসই উদ্ভিদ স্বাস্থ্য ব্যবস্থা ও সহনশীল কৃষি উন্নয়নে জাতীয় অংশীজনদের সম্মিলিত অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে, যা কৃষকদের জীবিকা উন্নয়ন এবং দেশের কৃষি খাতকে আরও শক্তিশালী করতে অবদান রাখবে।
