প্রাথমিকের সব প্রধান শিক্ষকের বেতন দশম গ্রেডে উন্নীত

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ১৮:৩২ | অনলাইন সংস্করণ

সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব প্রধান শিক্ষকের বেতন গ্রেড এক ধাপ বাড়িয়ে দশম গ্রেডে উন্নীত করা হয়েছে। এর ফলে প্রধান শিক্ষকদের মূল বেতন এখন শুরু হবে ১৬ হাজার টাকা থেকে, যা সর্বোচ্চ ৩৮ হাজার ৬৪০ টাকা পর্যন্ত হবে।

এর আগে প্রধান শিক্ষকেরা জাতীয় বেতন স্কেলের ১১তম গ্রেডে বেতন পেতেন। ওই গ্রেডে মূল বেতন শুরু ছিল ১২ হাজার ৫০০ টাকা এবং সর্বোচ্চ ছিল ৩০ হাজার ২৩০ টাকা। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের সম্মতির পর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৫ হাজার ৫০২ জন প্রধান শিক্ষকের বেতন স্কেল ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করার প্রক্রিয়া শুরু হয়। প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির অনুমোদনের পর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। ১৫ ডিসেম্বর সই করা প্রজ্ঞাপনটি মঙ্গলবার প্রকাশ করা হয়।

সর্বোচ্চ আদালতের রায়ে প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণির গেজেটেড কর্মকর্তার পদমর্যাদাসহ ১০ম গ্রেড দেওয়ার নির্দেশ থাকলেও বিষয়টি দীর্ঘদিন ঝুলে ছিল। আইনি লড়াই শেষে গত ২৮ অক্টোবর রিটকারী ৪৫ জন প্রধান শিক্ষকের বেতন গ্রেড ১০ম গ্রেডে উন্নীত করা হয়। এরপর সব প্রধান শিক্ষকের বেতন গ্রেড বাড়ানোর সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

এদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা বর্তমানে জাতীয় বেতন স্কেলের ১৩তম গ্রেডে বেতন পাচ্ছেন, যেখানে মূল বেতন শুরু ১১ হাজার টাকা। তারা বেতন গ্রেড ১১তম করাসহ তিন দফা দাবি জানিয়ে আসছেন। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সহকারী শিক্ষকদের বেতন গ্রেড ১১তম করার প্রস্তাব জাতীয় বেতন কমিশনে পাঠানো হয়েছে। কমিশনের সুপারিশ পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

সারা দেশে বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৬৫ হাজার ৫৬৯টি। এসব বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা এক কোটির বেশি। শিক্ষক রয়েছেন প্রায় চার লাখ। সহকারী শিক্ষকের অনুমোদিত পদ ৩ লাখ ৬৯ হাজার ২১৬টি, বর্তমানে কর্মরত আছেন ৩ লাখ ৫২ হাজার ২০৮ জন।