মেট্রোরেল সেবায় ভ্যাট অব্যাহতির মেয়াদ আরও বাড়ল

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ১২:৪২ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

মেট্রোরেল সেবার ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) অব্যাহতির মেয়াদ আগামী ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত বাড়িয়েছে সরকার।

বুধবার (২৪ ডিসেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এনবিআর জানায়, জনস্বার্থ বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেট্রোরেলকে দেশের আধুনিক, নিরাপদ, দ্রুতগতির ও পরিবেশবান্ধব নগর পরিবহন হিসেবে আরও জনপ্রিয় করতে ভ্যাট অব্যাহতির মেয়াদ বাড়ানো হয়েছে।

এর আগে মেট্রোরেল সেবায় ভ্যাট অব্যাহতির সুবিধা ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর ছিল। তবে রাজধানীর যানজট নিরসন ও নগর যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার আরও ছয় মাসের জন্য এই কর ছাড় বহাল রাখার সিদ্ধান্ত নেয়।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সুপারিশের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানায় এনবিআর।