তারেক রহমানের গমনাগমন পথে ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ১৮:০৪ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গমনাগমন এলাকায় সব ধরনের ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

বুধবার (২৪ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করা হয়।
 
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএমপি অধ্যাদেশের ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে তারেক রহমানের গমনাগমন এলাকায় ড্রোন উড্ডয়ন সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হলো।
 
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু করে নির্দিষ্ট কয়েকটি সড়ক ও এলাকায় এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। ড্রোনমুক্ত রুটগুলো হলো—

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জসীমউদ্দীন রোড, এয়ারপোর্ট রোড হয়ে কুড়িল ফ্লাইওভার, ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে (পূর্বাচল) হয়ে এভারকেয়ার হাসপাতাল এলাকা। এছাড়া বিমানবন্দর থেকে বনানী সড়ক হয়ে কামাল আতাতুর্ক এভিনিউ, গুলশান-২ সার্কেল থেকে গুলশান নর্থ এভিনিউ হয়ে তারেক রহমানের বাসভবন পর্যন্ত এলাকাও এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে।

ডিএমপি কমিশনার জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬)-এর ২৮ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া উল্লিখিত এলাকায় ড্রোন উড্ডয়ন করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব মহলের আন্তরিক সহযোগিতা কামনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।