ইন্টারনেট বন্ধে কোনো ছাড় নয়, উপদেষ্টা পরিষদে চূড়ান্ত অনুমোদন

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ১৮:৪৬ | অনলাইন সংস্করণ

উপদেষ্টা পরিষদ বাংলাদেশ টেলিকমিউনিকেশন অধ্যাদেশ (সংশোধনী) চূড়ান্ত অনুমোদন দিয়েছে। এতে ভবিষ্যতে বাংলাদেশে এক মিনিটের জন্যও ইন্টারনেট বন্ধ না রাখার বিধান রাখা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বুধবার (২৪ ডিসেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি জানান, সংশোধনী আইনটি আগের আইনগুলোকে আধুনিক ও যুগোপযোগী করেছে। ইন্টারনেট বন্ধের বিষয়ে বিশেষ জোর দেয়া হয়েছে। এই আইনের মাধ্যমে বিটিআরসির ক্ষমতা, কার্যকারিতা ও জবাবদিহিতা সুসংহত করা হয়েছে।

এছাড়া গ্রাহকের তথ্যের গোপনীয়তা ও সেবার মান নিশ্চিত করা হয়েছে এবং প্রতারণা ও অবৈধ কার্যক্রম প্রতিহত করা হবে।

প্রেস সচিব আরও বলেন, ব্যক্তিগত তথ্যের সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি) বিলুপ্ত হবে কি না তা বিষয়ে একটি কমিটি কাজ করবে।

এছাড়া তিনি সংশোধনী বাজেট সম্পর্কে জানান, রাজস্ব আয়ের মাত্রা ৫ লাখ ৮৮ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। চলতি অর্থবছরে খাদ্য মূল্যস্ফীতি ৭ শতাংশে নেমে আসবে বলে আশা করা হচ্ছে। পাশয়াশি জিডিপি প্রবৃদ্ধি হার ৫ শতাংশ হবে।

ওসমান হাদীর বিষয়ে তিনি বলেন, সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। মূল অভিযুক্তকে গ্রেপ্তার না করতে পারলেও তার আশপাশের অনেককে গ্রেপ্তার করা হয়েছে। দীপু চন্দ্র দাসের পরিবারের সঙ্গে সরকার রয়েছে এবং দ্রুত বিচার আইনে এর বিচার করা হবে।

প্রেস সচিব শফিকুল আলম বলেন, তারেক রহমানের নিরাপত্তা নিয়ে বিএনপির সঙ্গে আলাপ চলছে এবং সরকারের পক্ষ থেকে তাকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে।

আওয়ামী লীগের বিষয়ে তিনি উল্লেখ করেন, সরকারের অবস্থান স্পষ্ট; দলটির কার্যক্রম নিষিদ্ধ এবং তারা নির্বাচনে অংশ নিতে পারবে না।

এছাড়া ভারতের বাংলাদেশ সংক্রান্ত চলমান উত্তেজনার বিষয়টি উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা হয়েছে।