কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: তিন নারী গ্রেফতার
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ২৩:১৬ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় একটি মাদরাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত তিন নারীকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া বিপুল পরিমাণ রাসায়নিক ও ককটেল সদৃশ বস্তু উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
তবে জঙ্গি সংগঠনের সঙ্গে আল আমিন জড়িত ছিলেন কি না তা তদন্তের পাশাপাশি বিস্ফোরণের পেছনে রাসায়নিক বিক্রিয়া বা বিস্ফোরক ব্যবহারের আশঙ্কাও খতিয়ে দেখছে পুলিশ।
শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ থানা প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
গ্রেফতাররা হলেন- উম্মাল কুরা ইন্টারন্যাশনাল মাদরাসার পরিচালক শেখ আল আমিনের স্ত্রী আছিয়া, আছিয়ার বড় ভাইয়ের স্ত্রী ইয়াসমিন আক্তার ও আসমানি খাতুন। ঘটনাস্থল থেকে ড্রামভর্তি প্রায় ৪০০ কেজির মতো রাসায়নিক লিকুইড উদ্ধার করা হয়েছে। ঘটনাটি থানা পুলিশের পাশাপাশি বোম্ব ডিজপোজাল ইউনিট, অ্যান্টি টেররিজম ইউনিট ও সিআইডির ক্রাইম সিন ইউনিট তদন্ত করছে।
উল্লেখ্য, শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকার উম্মাল কুরা ইন্টারন্যাশনাল মাদ্রাসার একতলা ভবনে এ বিস্ফোরণ ঘটে। এতে অন্তত চারজন আহত হন।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, “বিস্ফোরণের পরপরই এন্টি টেরোরিজম ইউনিটকে অবহিত করা হয়। পাশাপাশি সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলকে ক্রাইম সিন হিসেবে চিহ্নিত করে।”
তিনি জানান, ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি ল্যাপটপ, দুটি মনিটর, বিভিন্ন ধরনের লিকুইড রাসায়নিক এবং চারটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে।
আবা/এসআর/২৫
