হাদি হত্যা: হামলাকারীর দুই সহযোগী ভারতে গ্রেপ্তার
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ১২:৫৬ | অনলাইন সংস্করণ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় সরাসরি জড়িত হামলাকারীর দুই সহযোগীকে ভারতের মেঘালয় পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে হামলাকারীরা হত্যাকাণ্ডের পর ভারতে পালিয়ে যাওয়ার তথ্যও প্রথমবারের মতো স্বীকার করেছে ডিএমপি।
রোববার (২৮ ডিসেম্বর) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সন্মেলনে এসব জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এস এন মো. নজরুল ইসলাম।
তিনি জানান, হত্যাকাণ্ডটি ছিল পূর্বপরিকল্পিত। ঘটনার পর ফয়সালসহ আরও একজন ময়মনসিংহ সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ছয়জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আগামী সাত থেকে আট দিনের মধ্যে মামলার অভিযোগপত্র দাখিল করা হবে বলেও জানান তিনি।
