৬ শিক্ষানবিশ এএসপিকে চাকরি থেকে অপসারণ
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ১৯:২২ | অনলাইন সংস্করণ

বিসিএস ৪১তম ব্যাচে নিয়োগ পাওয়া ছয় শিক্ষানবিশ এএসপিকে চাকরি থেকে অপসারণ করেছে সরকার। রোববার (২৮ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
অপসারণের মুখে পড়া ছয় এএসপি হলেন— দেলোয়ার হোসেন, মাহমুদুল হক, ইসহাক হোসেন, মশিউর রহমান, রাকিব আনোয়ার ও সাঈদ করিম মুগ্ধ।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা মোতাবেক তাদেরকে সরকারি চাকরি থেকে অপসারণ করা হয়েছে।
সিভিল সার্ভিস বিধিমালার ৬ এর ২(এ) বিধিতে বলা হয়েছে, শিক্ষানবিশ মেয়াদ চলাকালে কেউ অযোগ্য বিবেচিত হলে কমিশনের সঙ্গে পরামর্শ ছাড়াই সরকার সরাসরি নিয়োগ অবসান করাতে পারবে।
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ২০২৩ সালের ৩ অগাস্ট ৪১তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশিত হয়।
প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে ২ হাজার ৫২০ জনকে নিয়োগের সুপারিশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
