ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
মনোনয়নপত্র জমার শেষ দিন আজ, সংগ্রহ ছাড়িয়েছে ৩ হাজার
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ১১:৩৭ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারবেন।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে নিবন্ধিত ৫৮টি রাজনৈতিক দলের অংশ নেওয়ার সুযোগ রয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপিসহ বিভিন্ন দল নির্বাচনে অংশ নিলেও কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগ এ নির্বাচনে অংশ নিতে পারছে না।
নির্বাচনী বিধি অনুযায়ী, দলীয় প্রার্থীদের মনোনয়নপত্রের সঙ্গে সংশ্লিষ্ট দলের প্রত্যয়নপত্র দাখিল করতে হবে। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার মোট ভোটারের অন্তত ১ শতাংশের সমর্থন তালিকা অথবা সাবেক সংসদ সদস্য হওয়ার প্রমাণ গ্রহণযোগ্য হবে।
মনোনয়নপত্র জমার সময় ৫০ হাজার টাকা জামানতসহ প্রয়োজনীয় কাগজপত্র ও হলফনামা সংযুক্ত করা বাধ্যতামূলক। এ সময় একজন প্রার্থীসহ সর্বোচ্চ পাঁচজন উপস্থিত থাকতে পারবেন। মিছিল, শোডাউন বা জনসমাগম নিষিদ্ধ রাখা হয়েছে।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ গণমাধ্যমকে জানান, মনোনয়নপত্র জমার শেষ দিন সোমবার। বড় রাজনৈতিক দলগুলো যদি অনুরোধ জানায়, তাহলে কমিশন এক বা দুই দিন সময় বাড়ানোর বিষয়টি বিবেচনা করতে পারে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক অনুরোধ আসেনি।
এর আগে ১১ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার এএএম নাসির উদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেন। ঘোষিত সূচি অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৯ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি। রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে আপিল দায়েরের শেষ তারিখ, ৫ থেকে ৯ জানুয়ারি (১৮ ডিসেম্বর সংশোধিত), কমিশনে দায়েরকৃত আপিল নিষ্পত্তি, ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি (১৮ ডিসেম্বর সংশোধিত), প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্ধ, ২১ জানুয়ারি।
নির্বাচনী প্রচারণা চলবে ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার, সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
এদিকে নির্বাচন কমিশনের এনআইডি উইংয়ের মহাপরিচালক ও কেন্দ্রীয় সমন্বয় কমিটির আহ্বায়ক এ এস এম হুমায়ুন কবীর জানান, ইসির ১০টি প্রশাসনিক অঞ্চলে এখন পর্যন্ত ৩ হাজার ১১৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর বিপরীতে জমা দিয়েছেন ১৬৬ জন।
