শীত নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ২৩:০৪ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

দেশজুড়ে জেঁকে বসেছে শীত। হিমেল হাওয়ার দাপটে বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ক্রমেই কমছে। এরই মধ্যে দেশের দিকে ধেয়ে আসছে নতুন শৈত্যপ্রবাহ ‘কনকন’। আগামী কয়েক দিনে ঠাণ্ডার পারদ আরও নিচে নেমে যাওয়ার পাশাপাশি তীব্র শীতের অনুভূতি দীর্ঘস্থায়ী হওয়ার আভাস দেওয়া হয়েছে। 

রোববার (২৮ ডিসেম্বর) ফেসবুক পেজে প্রকাশিত বার্তায় বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম বিডব্লিউওটি জানায়, শৈত্যপ্রবাহ কনকন ২৮ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত বা ৩১ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত স্থায়ী থাকতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, শৈত্যপ্রবাহটি সবচেয়ে বেশি অনুভূত হবে রাজশাহী ও খুলনা বিভাগে। পাশাপাশি রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং গোপালগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর ও আশপাশের জেলাতেও শীতের তীব্রতা বেশি থাকতে পারে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে আসায় বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ-পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। কোথাও কোথাও দুপুর গড়িয়ে গেলেও সূর্যের দেখা মেলা ভার হবে, যা শীতের অনুভূতিকে আরও বাড়িয়ে দেবে।

 

আবা/এসআর/২৫