নতুন বছরের প্রথম বৈঠকে অনুমোদিত জাতীয় নগরনীতি ২০২৫

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ১৯:৫৯ | অনলাইন সংস্করণ

নতুন বছরের প্রথম উপদেষ্টা পরিষদের বৈঠকে জাতীয় নগরনীতি ২০২৫ অনুমোদন পেয়েছে। বৈঠকটি বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সভার সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, জাতীয় নগরনীতি ২০২৫-এর খসড়া অনুমোদন করা হয়েছে।

প্রেস সচিব আরও বলেন, দেশের শ্রম আইনের কিছু বিষয়ে অভিযোগ ও আপত্তি পুনঃমূল্যায়নের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। কমিটি দ্রুত আইনটি পর্যালোচনা করে কোনো অসঙ্গতি থাকলে তা সম্পর্কে প্রতিবেদন ক্যাবিনেটে উপস্থাপন করবে।

শফিকুল আলম জানিয়েছেন, হজ ব্যবস্থাপনাকে আরো স্বচ্ছ ও ঝামেলামুক্ত করার জন্য সরকারি ব্যবস্থাপনায় ইতিবাচক প্রতিক্রিয়ার আলোকে কিছু নতুন উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, দেশের ডেটা ব্যবস্থাপনা ও এনআইডি সংক্রান্ত কোনো কার্যক্রম যেন নির্বাচন প্রক্রিয়ায় বিঘ্ন সৃষ্টি না করে, তা নিশ্চিত করা হচ্ছে।

এ লক্ষ্যে পূর্বে প্রস্তাবিত নতুন অধ্যাদেশগুলো রোহিতকরণ করা হয়েছে, যাতে নির্বাচন প্রক্রিয়া নির্বিঘ্ন ও সুশৃঙ্খল থাকে।