ঘন কুয়াশায় শরীয়তপুর–চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ০৯:২৩ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

ঘন কুয়াশার কারণে শরীয়তপুর–চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। নিরাপত্তার কথা বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) দিবাগত রাত ১টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। রাত বাড়ার সঙ্গে সঙ্গে নদী ও আশপাশের এলাকায় কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনার আশঙ্কা দেখা দেয়। ।

বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের উপ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘন কুয়াশার কারণে নদীপথে দৃষ্টিসীমা কমে গেছে। যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

তিনি আরও জানান, এখন পর্যন্ত কোনো ফেরি নদীতে আটকা পড়েনি। কুয়াশা কেটে গেলে দ্রুত ফেরি চলাচল স্বাভাবিক করা হবে।

এদিকে,ফেরি চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও যানবাহন চালকরা।

 

আবা/এসআর/২৫