আগামী কয়েক দিন শীতের তীব্রতা আরও বাড়তে পারে : আবহাওয়া অধিদপ্তর

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ২০:৩৩ | অনলাইন সংস্করণ

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিন শীতের তীব্রতা আরও বাড়তে পারে। আজ শনিবার (০৩ জানুয়ারি) সবশেষ পূর্বাভাস অনুযায়ী, সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার মধ্যে দেশের ৯ জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এসব জেলা হলো—রাজশাহী, পাবনা, নওগাঁ, সিরাজগঞ্জ, নীলফামারী, কুড়িগ্রাম, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া। এই অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেছে এবং পরিস্থিতি আপাতত অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, সারা দেশে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কোথাও কোথাও এই কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল সাময়িকভাবে ব্যাহত হতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি। পাশাপাশি অভ্যন্তরীণ নৌ চলাচল এবং সড়ক যোগাযোগেও বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে, কারণ দৃষ্টিসীমা উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েক দিন আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। আগামী দুই দিন তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও ৫ জানুয়ারি থেকে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। এছাড়া ৬ জানুয়ারি থেকে রাতের তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে।

ঘন কুয়াশার কারণে সূর্যের আলো কম পাওয়ায় দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে যাবে, ফলে শীতের অনুভূতি আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

রাজধানী ঢাকায় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। শনিবার সন্ধ্যায় ঢাকায় বাতাসের আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৪২ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ২৫ মিনিটে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনের শেষ দিকে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে তার আগে পর্যন্ত ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় শীতের দাপট অব্যাহত থাকবে। বিশেষ করে নদী অববাহিকার এলাকাগুলোতে কুয়াশার প্রভাব তুলনামূলক বেশি থাকতে পারে বলে জানানো হয়েছে।