৩ মাস বন্ধ থাকবে এনইআইআর পদ্ধতি : ডিসি মাসুদ

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ১৭:৪৫ | অনলাইন সংস্করণ

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার (এনইআইআর) পদ্ধতি আগামী তিন মাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার (৪ জানুয়ারি) বিকেলে মোবাইল ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম।

ডিসি মাসুদ আলম বলেন, মোবাইল হ্যান্ডসেট নিবন্ধনের এই বিশেষ পদ্ধতিটি আগামী ৩ মাস স্থগিত থাকবে। ব্যবসায়ীদের সঙ্গে সার্বিক পরিস্থিতি পর্যালোচনার পর এই সিদ্ধান্ত জানানো হয়েছে। তবে এই স্থগিতাদেশের সুনির্দিষ্ট কারণ বা পরবর্তী কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, এনইআইআর পদ্ধতির মাধ্যমে দেশে ব্যবহৃত মোবাইল ফোনের আইএমইআই নম্বর নিবন্ধিত থাকে, যা অবৈধ বা চোরাই হ্যান্ডসেট শনাক্ত করতে ব্যবহৃত হয়। আগামী তিন মাস এই সেবাটি বন্ধ থাকার ফলে মোবাইল বাজারে কী ধরণের প্রভাব পড়বে, তা নিয়ে ব্যবসায়ী মহলে আলোচনা শুরু হয়েছে।