আইসিটি বিভাগের শ্বেতপত্র প্রকাশ

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ১৫:৫৮ | অনলাইন সংস্করণ

  আলোকিত ডেস্ক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের শ্বেতপত্র প্রকাশ করেছে সরকার। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) আইসিটি বিভাগের নিজস্ব ওয়েবসাইটে (www.ictd.gov.bd) শ্বেতপত্রটি প্রকাশ করা হয়।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিন-এর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আইসিটি খাতে বিগত সরকারের সময় গৃহীত বিভিন্ন উদ্যোগে সংঘটিত অনিয়ম ও অব্যবস্থাপনা তদন্ত ও গবেষণার লক্ষ্যে গঠিত টাস্কফোর্স দীর্ঘ অনুসন্ধান ও পর্যালোচনার পর শ্বেতপত্রটি চূড়ান্তভাবে প্রস্তুত করে বিভাগে দাখিল করেছে।

এতে আরও উল্লেখ করা হয়, শ্বেতপত্রে গত দেড় দশকে আইসিটি বিভাগের বিভিন্ন কার্যক্রমে সংঘটিত অনিয়ম, দুর্নীতি, প্রশাসনিক দুর্বলতা এবং কাঠামোগত সমস্যার বিস্তারিত চিত্র তুলে ধরা হয়েছে। একইসঙ্গে ভবিষ্যতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন সুপারিশ এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, প্রধান উপদেষ্টার অনুমোদনক্রমে ২০২৫ সালের ৩ এপ্রিল আইসিটি বিভাগের জন্য একটি টাস্কফোর্স গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়। টাস্কফোর্স গঠনের উদ্দেশ্য ছিল বিগত সরকারের সময় আইসিটি বিভাগের অধীনে সম্পাদিত সব চুক্তি, প্রকল্পের ডিপিপি, অডিট রিপোর্ট ও তদন্ত প্রতিবেদন পর্যালোচনার মাধ্যমে অনিয়ম ও অপব্যবস্থাপনা চিহ্নিত করে একটি সমন্বিত ‘আইসিটি শ্বেতপত্র’ প্রণয়ন করা।

সরকার আশা করছে, প্রকাশিত এই শ্বেতপত্র আইসিটি বিভাগের প্রাতিষ্ঠানিক সংস্কার, দুর্নীতি প্রতিরোধ এবং জনবান্ধব সেবা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হিসেবে ভূমিকা রাখবে।