নির্বাচনের জন‍্য দেড় লাখ পুলিশকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে: আইজিপি

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ১৮:২১ | অনলাইন সংস্করণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে প্রথমবারের মতো দেড় লাখ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে রংপুর সফরকালে তিনি মেট্রোপলিটন পুলিশ ও জেলার বিভিন্ন ইউনিটের পুলিশ অফিসার ও সদস্যদের সঙ্গে একটি বিশেষ কল্যাণ সভা অংশগ্রহণ করেন। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, ‌জুলাই-আগস্ট মাসে যে দুঃখজনক ঘটনাগুলো ঘটেছে, বিপুল পরিমাণ আন্দোলনকারী প্রাণ দিয়েছেন, শহীদ হয়েছেন। এসব ঘটনার ফলে পুলিশের যারা লোভী, দলকানা কিছু নেতৃবৃন্দ এবং সদস্যের কারণে আমাদের ওপরে যে দায়ভার এসেছে, এগুলো থেকে বেরিয়ে এসে বাংলাদেশ পুলিশকে আবার স্বমহিমায় দাঁড় করানো, তাদের মনোবল বৃদ্ধি করে তাদেরকে আবার তাদের কাজে ফিরিয়ে আনা—এই গত এক বছরে আমরা এটা চেষ্টা করেছি। আমরা বলবো না আমরা শতভাগ সফল হয়েছি, তবে আমাদের চেষ্টার কোনো কমতি নেই।

শতভাগ অপরাধ নিয়ন্ত্রণ কোনো জায়গায় করা যায় না উল্লেখ করে তিনি বলেন, অপরাধ নিয়ন্ত্রণ এটা শতভাগ তো কোনো জায়গায় করে ফেলা যায় না। আমাদের দেশের গত ১০-১৫-২০ বছরের অপরাধ পরিসংখ্যান যদি নেন, প্রতি বছরই সাড়ে ৩ হাজার থেকে ৪ হাজার হত্যা সংঘটিত হয়ে থাকে। আমাদের অবশ্যই চেষ্টা থাকবে একজন লোকও যেন মারা না যায়। সেটা আমাদের লক্ষ্য।

বাহারুল আলম জানান, আসন্ন জাতীয় নির্বাচনে দেড় লাখ পুলিশ সদস্য কাজ করবে এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্র গুলোতে পুলিশকে দেয়া হবে বডি ক্যামেরা।

তিনি বলেন, রংপুর বিভাগের যারা পুলিশ সদস্য আছেন তারা সবাই প্রতিজ্ঞাবদ্ধ যেন অবাধ, সুষ্ঠ এবং নিরেপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং নির্বাচনের উপযোগী রাখা পুলিশের দায়িত্ব। 

পুলিশ কাজ করতে গেলে বাধার সম্মুখীন হচ্ছে জানিয়ে আইজিপি বলেন, পুলিশের উপর সমাজের সম্পূর্ণ আস্থা না থাকলে নির্বাচন করতে পারবেন না।

পুলিশ প্রধান বলেন, জুলাই আগস্টের পরে একই ধর্মের মধ্যেও সংখ্যালঘু সৃষ্টি করা হয়েছে। নানান তরিকা ও মাজারের উপর হামলা হয়েছে যার কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে।