শুনানি শেষে বৈধ ঘোষণা হলো মাহমুদুর রহমান মান্নার প্রার্থিতা
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ১৫:৪৬ | অনলাইন সংস্করণ

বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
রোববার (১১ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন মান্নার পক্ষে নির্বাচন কমিশনে শুনানিতে অংশ নেওয়া আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।
প্রার্থিতা বৈধ ঘোষণার পর প্রতিক্রিয়ায় মাহমুদুর রহমান মান্না বলেন, তিনি শুরু থেকেই বিশ্বাস করতেন যে ষড়যন্ত্র টিকবে না। তার বিরুদ্ধে যে ধরনের মবোক্রেসির ঘটনা ঘটেছে, তা দুঃখজনক বলে উল্লেখ করেন তিনি।
পাশাপাশি কিছু ছোট মিডিয়ার করা অন্যায় ও বিভ্রান্তিকর রিপোর্টের বিরোধিতা না করে পারা যায় না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, গণতন্ত্রের লড়াইয়ে ষড়যন্ত্র কখনোই টিকবে না। অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়সঙ্গত পর্যবেক্ষণের জন্য নির্বাচন কমিশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
এর আগে, বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নার হলফনামায় একাধিক অসংগতি রয়েছে উল্লেখ করে তাঁর প্রার্থিতা বাতিল করা হয়েছিল।
ওই সময় অভিযোগ আনা হয়, হলফনামায় ফৌজদারি মামলার তথ্য উল্লেখ করা হয়নি, এফিডেভিট সম্পাদনের এক দিন পর তাতে স্বাক্ষর করা হয়েছে এবং সম্পদ বিবরণীর ফরম যথাযথভাবে দাখিল করা হয়নি।
তবে সেই সময়ে বগুড়া-২ আসনে তার প্রার্থিতা বাতিল হলেও ঢাকা-১৮ আসনে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছিল।
