বিজিবিতে যোগ দিলেন ফেলানীর ছোট ভাই আরফান
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ১৮:০৯ | অনলাইন সংস্করণ
আলোকিত ডেস্ক

বাংলাদেশ–ভারত সীমান্তে নির্মম হত্যাকাণ্ডের শিকার কুড়িগ্রামের কিশোরী ফেলানীর ছোট ভাই আরফান হোসেন নবীন বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) যোগ দিয়েছেন।
বুধবার (১৪ জানুয়ারি) সকালে চট্টগ্রামের সাতকানিয়ার বাইতুল ইজ্জতে অবস্থিত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজে ১০৪তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ও শপথ গ্রহণ অনুষ্ঠানে সৈনিক হিসেবে শপথ নেন তিনি।
শপথ গ্রহণের পর আরফান বলেন, তার জীবনের একমাত্র প্রত্যাশা—আর কোনো পরিবার যেন তার বোনের মতো সন্তান হারানোর বেদনার মুখোমুখি না হয়।
অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে আরফানের বিজিবিতে যোগদানের বিষয়টি নিশ্চিত করেন। ক্যাপশনে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ’।
কুচকাওয়াজ শেষে আরফান বলেন, যেভাবে তার বোন ফেলানীকে সীমান্তে গুলি করে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছিল, সেই স্মৃতি আজও তাকে তাড়া করে বেড়ায়। সেই সীমান্তেরই একজন রক্ষী হয়ে আজ তিনি শপথ নিয়েছেন।
তিনি আরও বলেন, আমি চাই না, আমার বোনের মতো আর কোনো বোনকে সীমান্তে গুলি করে হত্যা করা হোক। কোনো বাবা-মা যেন এভাবে তাদের সন্তান হারান—এটাই আমার অঙ্গীকার।
