
বাহরাইনের একই বাসায় কয়েকজন ব্যক্তি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অনেকগুলো পোস্টাল ব্যালট গুনছেন- এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর ওই ভিডিও নিয়ে ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন।
বুধবার (১৪ জানুয়ারি) নির্বাচন কমিশনের জনসংযোগ বিভাগের পরিচালক মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে ব্যাখ্যা প্রদান করা হয়।
ইসি বলছে, বাহরাইনের কয়েকজন প্রবাসী বাংলাদেশির পোস্টাল ব্যালট পাওয়ার আনন্দের বহিঃপ্রকাশের কারণেই ভিডিও করার ঘটনাটি ঘটেছে। বাহরাইনের ডাকবিভাগ বিষয়টি তদন্ত করে দেখছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ জানুয়ারি সামাজিকমাধ্যমে বাহরাইনে পোস্টাল ব্যালট-সম্পর্কিত একটি ভিডিও বাংলাদেশ নির্বাচন কমিশনের নজরে এসেছে। এ বিষয়ে বাহরাইনস্থ বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, গত ১১ জানুয়ারি বাহরাইন প্রবাসী কয়েকজন ভোটার কর্মস্থলে থাকাকালে বাহরাইন পোস্ট কর্তৃক ব্যালট খাম বিতরণের জন্য যোগাযোগ করা হলে তারা একই এলাকায় বসবাসকারী সহকর্মীর কাছে হস্তান্তরের অনুরোধ করেন। পোস্টম্যান ওই ব্যক্তির কাছে একই এলাকায় বসবাসরত ১৬০টি ব্যালট খাম বিতরণের জন্য হস্তান্তর করেন। পরবর্তী সময় ভোটারদের নিকট হস্তান্তরের জন্য বাছাইকালে উক্ত ডিডিওটি ধারণ করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিষয়টি বাহরাইনস্থ বাংলাদেশ দূতাবাসের নজরে এলে বাহরাইন পোস্ট ও সংশ্লিষ্ট বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে যোগাযোগ করা হয়। এদিকে সংশ্লিষ্ট বাংলাদেশি অবিলিকৃত ১২৯টি খামসহ দুতাবাসে হাজির হয়ে বিতরণের জন্য সহযোগিতা কামনা করেন। দূতাবাসের নির্দেশনা অনুযায়ী খামসমূহ বাহরাইন পোস্ট ফেরত নিয়ে সংশ্লিষ্ট ভোটারদের নিকট আলাদাভাবে বিতরণের জরুরি ব্যবস্থা গ্রহণ করবে বলে প্রতিশ্রুতি দেয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট বাংলাদেশি কর্তৃক কোনো খামই খোলা হয়নি এবং তথ্যের গোপনীয়তা লঙ্ঘিত হয়নি উল্লেখ করে বলা হয়, বাংলাদেশ নির্বাচন কমিশন পোস্টাল ভোটিং কার্যক্রমের শুরু থেকেই নিবন্ধিত ভোটারদের স্ব স্ব ব্যালটপ্রাপ্তি, ভোটাধিকার প্রয়োগ ইত্যাদি বিষয়ে গোপনীয়তা রক্ষা করার ব্যাপারে সচেতন করার পদক্ষেপ চলমান রেখেছে। পাশাপাশি একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সব দূতাবাসকে সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় করার জন্য অনুরোধ করা হয়েছে।
আবা/এসআর/২৫