রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ১৮:১৫ | অনলাইন সংস্করণ

  আলোকিত ডেস্ক

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত যুক্তরাষ্ট্রের আবাসিক রাষ্ট্রদূত ব্রেন্ট থমাস ক্রিস্টেনসেন।

বৃহস্পতিবোর (১৫ জানুয়ারি) বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশ করেন মার্কিন রাষ্ট্রদূত। 

এ সময় রাষ্ট্রপতি ক্রিস্টেনসেনকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেন, ভবিষ্যতে উভয় দেশের মধ্যে ব্যবসা, বিনিয়োগ, শিক্ষা ও সাংস্কৃতিক ক্ষেত্রে সম্পর্ক আরও জোরদার হবে। 

জবাবে নতুন মার্কিন রাষ্ট্রদূত এ বিষয়ে সর্বাত্মক প্রয়াস চালানো এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও গভীর, বহুমাত্রিক ও ফলপ্রসূ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এর আগে সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান যুক্তরাষ্ট্র দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এরও আগে গত ৯ জানুয়ারি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে আনুষ্ঠানিকভাবে শপথ নেন ব্রেন্ট থমাস ক্রিস্টেনসেন। সে সময় যুক্তরাষ্ট্রের ব্যবস্থাপনা ও সম্পদ বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী মাইকেল জে. রিগাস তাকে শপথবাক্য পাঠ করান।

ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের মনোনীত রাষ্ট্রদূত ব্রেন্ট থমাস ক্রিস্টেনসেন ঢাকায় যুক্তরাষ্ট্রের ১৮তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।