উত্তরায় বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত বেড়ে ৬
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ১২:৪০ | অনলাইন সংস্করণ

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) সংশ্লিষ্ট হাসপাতাল সূত্রে প্রাপ্ত সর্বশেষ তথ্যে নিহতদের নাম, পরিচয় ও ঠিকানা নিশ্চিত করা হয়েছে।
উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডে অবস্থিত সাততলা ভবনের দ্বিতীয় তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
নিহতদের মধ্যে রয়েছেন মরোদেলা (১৪)। তিনি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার দড়িপারশী এলাকার বাসিন্দা শহিদুল ও শিউলী আক্তারের কন্যা। দ্বিতীয়জন মাত্র দুই মাস পাঁচ দিনের শিশু মো. রিশন। তার পিতা ফজলে রাব্বি রিজভী ও মাতা আফসারা আক্তার সুবর্ণ। তাদের বাড়ি কুমিল্লা সদর থানার নুনুয়া, দিঘীরপাড় এলাকায়।
তৃতীয়জন ফজল রাব্বি রিজভী (১৮), তিনি কাজী খোরশেদুল আলম ও ফেরদৌস আরার সন্তান এবং তার ঠিকানাও কুমিল্লা সদর থানার নুনুয়া, দিঘীরপাড়। চতুর্থ নিহত মো. হারিছ উদ্দিন (৫২)। তিনি মৃত হাফিজ উদ্দিন ও সাহেরা খাতুনের সন্তান এবং তার বাড়ি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার দড়িপারশী এলাকায়।
পঞ্চম নিহত মো. রাহাব (১৭)। তিনি হাফিজ উদ্দিন ও রিনার সন্তান এবং একই এলাকার বাসিন্দা। ষষ্ঠ নিহত আফসানা, যার বিস্তারিত পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, শুক্রবার সকাল ৭টা ৫০ মিনিটে উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডের একটি সাততলা ভবনের দ্বিতীয় তলার একটি বাসায় আগুন লাগে। সকাল ৭টা ৫৪ মিনিটে খবর পাওয়ার পর ৭টা ৫৮ মিনিটে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে।
তিনি আরও জানান, সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সকাল ১০টায় পুরোপুরি নির্বাপণ করা হয়।
তার ভাষ্যমতে, এ ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে এবং ১৩ জনকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।
