ম্যাজিস্ট্রেটের সঙ্গে রুমিন ফারহানার উত্তপ্ত বাকবিতণ্ডার ভিডিও ভাইরাল

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ২৩:০৩ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

বিএনপি থেকে বহিষ্কৃত ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের কর্তব্যরত এক ম্যাজিস্ট্রেটের উত্তপ্ত বাক্যবিনিময়ের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার- কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেটের দিকে আঙুল উঁচিয়ে এভাবেই হুমকির সুরে কথা বলতে দেখা গেছে ওই ভিডিওতে।

এর আগে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে সভা করায় রুমিন ফারহানার এক সমর্থককে ৪০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনা ঘিরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

এ ঘটনায় এলাকাজুড়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান আচরণ বিধি ভঙ্গের বিষয়টি নিয়ে আলোচনা করতে গেলে রুমিন ফারহানা ক্ষুদ্ধ হয়ে উঠেন। তিনি ওই ম্যাজিস্ট্রেটকে বলেন, আমি শেষ বারের মত আপনাকে সর্তক করে দিচ্ছি আমি এ ধরনের কথা আর শুনতে চাই না। আপনি পারলে থামিয়ে দেন। আজ আমি ভদ্রতার সঙ্গে কথা বলছি পরবর্তীতে সেটা করব না। এ সময় তিনি বলেন অন্যরা আপনাদের বৃদ্ধাঙ্গুলি দেখায়, খোঁজ নিয়ে দেখেন।

এসময় রুমিন বলেন, ‘সব জায়গায় সভা হচ্ছে, সব জায়গায় হচ্ছে। আপনি পারলে থামান, আজকে আমি ভদ্রতা দেখাইয়ে থামিয়েছি। নেক্সটটাইম এই ভদ্রতাটা করব না। আপনাদের বৃদ্ধাঙ্গুলি দেখায়। আপনারা খোঁজ নেন প্রশাসনে বইসা আছেন, আপনারা খোঁজ নেন। আজকে আমি আঙুল তুলে বলে যাচ্ছি। আজকে শুনছি কিন্তু ভবিষ্যতে আর শুনব না। আমার এই মানুষগুলো দেখছেন, এখান থেকে বের হতে পারবেন না। আমি যদি না বলি এখান থেকে বের হতে পারবেন না স্যার। মাথায় রাইখেন।’ 

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনার সময়ে আজকে যাদের কথা শুনে আপনারা চলছেন, তারা কানে ধইরা খাটের নিচে থাকতো স্যার। আমি রুমিন ফারহানা, আমার কোনো দল লাগে না।’

এ সময় সমাবেশস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে রুমিন ফারহানার সমর্থকরা উত্তেজনা প্রশমন করেন।

পরে সভাস্থল থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট আচরণবিধি ভঙ্গের দায়ে ব্যারিস্টার রুমিন ফারহানার সমর্থক মো. জুয়েলকে ৪০ হাজার টাকা জরিমানা করেন।

 

আবা/এসআর/২৫