প্রধান উপদেষ্টার সাথে জামায়াতের বৈঠক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ১৯:৩২ | অনলাইন সংস্করণ

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ৪ সদস্যের একটি প্রতিনিধি দল।
আজ রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে যমুনায় প্রবেশ করেন জামায়াত আমির। এ সময় তার সাথে ছিলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
এর কিছুক্ষণ আগে আরেকটি গাড়িতে করে যমুনায় প্রবেশ করেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান।
ধারণা করা হচ্ছে, প্রধান উপদেষ্টার সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন তারা।
