চাঁদ দেখা যায় নি, পবিত্র শবে বরাত ৩ ফেব্রুয়ারি

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ১৯:২৭ | অনলাইন সংস্করণ

সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় দেশের আকাশে শাবান মাসের চাঁদ দেখা না যাওয়ায় রজব মাসের ৩০ দিন পূর্ণ হবে। ইসলামিক ক্যালেন্ডারের হিসাব অনুযায়ী আগামী বুধবার (২১ জানুয়ারি) থেকে শাবান মাস গণনা শুরু হবে।

এর ফলে আগামী ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিনগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে।

বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন।

শবে বরাত মুসলিম সমাজে গুরুত্বপূর্ণ রাত হিসেবে বিবেচিত হয়। মুসলমানরা এ রাতে বিশেষ ইবাদত, দোয়া ও নফল নামাজের মাধ্যমে আল্লাহর রহমত প্রার্থনা করেন।