চট্টগ্রামে অভিযানে গিয়ে সন্ত্রাসী হামলায় র্যাব কর্মকর্তা নিহত
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ২২:১৪ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযান পরিচালনার সময় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৭) ওপর হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় র্যাবের একজন কর্মকর্তা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিন র্যাব সদস্য। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার জঙ্গল সলিমপুরের পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত র্যাব কর্মকর্তার নাম মো. মোতালেব। তিনি র্যাব–৭ এর উপসহকারী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম. মোজাফফর হোসেন।
তিনি জানান, সোমবার সন্ধ্যা ৬টার দিকে সীতাকুণ্ড থানার জঙ্গল সলিমপুর এলাকায় র্যাবের একটি দল অভিযানে যায়। এ সময় স্থানীয় সন্ত্রাসীরা র্যাবের ওপর হামলা চালায়। এতে র্যাব কর্মকর্তা ও সদস্যসহ চারজন গুরুতর আহত হন।
আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। বাকি তিনজন বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
আবা/এসআর/২৫
