স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ১৯:১২ | অনলাইন সংস্করণ

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্পেনের দক্ষিণাঞ্চলের কর্ডোবা শহরের নিকটবর্তী আদামুজে দ্রুতগতির ট্রেনের ভয়াবহ দুর্ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

একইসাথে তিনি স্পেনের প্রেসিডেন্ট পেদ্রো সানচেজ পেরেজ-কাস্তেজনের প্রতি সমবেদনাও জানিয়েছেন।

প্রধান উপদেষ্টা স্পেনের প্রেসিডেন্টকে পাঠানো এক শোকবার্তায় লিখেছেন, ‘গতকাল সন্ধ্যায় দক্ষিণ স্পেনের কর্ডোবা শহরের কাছে আদামুজে সংঘটিত দ্রুতগতির ট্রেনের ভয়াবহ দুর্ঘটনায় আমি গভীর শোক ও ভারাক্রান্ত হৃদয়ে বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে আপনাকে এবং আপনার মাধ্যমে দুর্ঘটনায় নিহতদের পরিবার ও ভুক্তভোগীদের প্রতি গভীর সমবেদনা ও সমানুভূতি জানাচ্ছি।’

মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং এ বার্তা প্রকাশ করেছে।

অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, ‘মূল্যবান প্রাণহানি এবং বহু মানুষ আহতের মর্মান্তিক এ দুর্ঘটনার সংবাদ আমাদের গভীরভাবে মর্মাহত করেছে।’

তিনি বলেন, ‘এ ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবার এবং শোকাবহ সময়ে স্পেনের জনগণের প্রতি আমাদের সমবেদনা ও প্রার্থনা রইল।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘সৃষ্টিকর্তা যেন নিহতদের রুহের শান্তি দেন এবং তাদের পরিবারের সদস্যদের অপূরণীয় ক্ষতি সহ্য করার সাহস ও শক্তি দান করেন।’

তিনি বলেন, ‘আমরা এ ভয়াবহ দুর্ঘটনায় আহত সবার দ্রুত ও সম্পূর্ণ আরোগ্যের জন্যও প্রার্থনা করছি।’