আইসিসি আমাদের সঙ্গে সুবিচার করেনি: আসিফ নজরুল

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ১৭:৩৮ | অনলাইন সংস্করণ

টানা কয়েক সপ্তাহের নাটকীয় ঘটনাপ্রবাহের পর বাংলাদেশ ক্রিকেট দল স্পষ্ট অবস্থান নিয়েছে—ভারতে না গিয়ে তারা খেলবে না। এর ফলে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ এখন নির্ভর করছে নিরাপত্তা নিশ্চয়তা ও বিকল্প ভেন্যু নির্ধারণের ওপর।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিশ্বকাপ স্কোয়াডের ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। এ সময় বিসিবির শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আইসিসি বাংলাদেশের সঙ্গে সুবিচার করেনি। পাশাপাশি ভারত সরকারও নিরাপত্তা বিষয়ে কোনো আলোচনা করেনি বলে তিনি মন্তব্য করেন।

তিনি আশা প্রকাশ করেন, আইসিসি বিষয়টি নতুন করে বিবেচনা করবে এবং বাংলাদেশ দলকে শ্রীলঙ্কায় বিশ্বকাপ ম্যাচ খেলার সুযোগ দেওয়া হবে।

এদিকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, আইসিসির সঙ্গে আবারও আলোচনা করার উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, দেশের ক্রিকেট নিয়ে তারা গর্বিত হলেও বিশ্ব ক্রিকেটের বর্তমান অবস্থান নিয়ে তারা সন্দিহান। নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ যদি ভারতে না যায়, তবে সেটি আয়োজকদের ব্যর্থতা বলেও মন্তব্য করেন তিনি।

তবে বিশ্বকাপে অংশগ্রহণের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করে বিসিবি সভাপতি জানান, বাংলাদেশ খেলতে চায়, কিন্তু ভারতে নয়।