কাল থেকে বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট চালু

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ১১:০৮ | অনলাইন সংস্করণ

  আলোকিত ডেস্ক

প্রতীকী ছবি

প্রায় দেড় দশক পর আবারও বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি আকাশপথে যোগাযোগ চালু হতে যাচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রী নিয়ে করাচির উদ্দেশে উড়বে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম সরাসরি ফ্লাইট।

১৬২ আসনের এই উদ্বোধনী ফ্লাইটটি ঢাকা থেকে করাচির উদ্দেশে ছেড়ে যাবে রাত ৮টায়। প্রথম ফ্লাইটের সব টিকিট ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সাফিকুর রহমান। তিনি জানান, টানা প্রায় তিন ঘণ্টা আকাশপথে ভ্রমণের পর ফ্লাইটটি করাচিতে অবতরণ করবে।

বিমানসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ২০১২ সালে ঢাকা-করাচি রুটে ফ্লাইট পরিচালনা বন্ধ হয়ে যায়। ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠিত হলে এই রুটে পুনরায় ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারের আনুষ্ঠানিক অনুমোদনের পর পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে এই রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে। প্রাথমিকভাবে এই অনুমোদনের মেয়াদ ২০২৬ সালের ৩০ মার্চ পর্যন্ত নির্ধারিত রয়েছে। পরে তা পুনর্বিবেচনা করা হবে।

নতুন অনুমোদনের আওতায় বাংলাদেশি এয়ারলাইন্স নির্ধারিত রুট ব্যবহার করে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারবে। পাকিস্তানের বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে নির্ধারিত রুট কঠোরভাবে অনুসরণ করতে হবে। করাচি বিমানবন্দরে বিমানের জন্য আলাদা স্লট বরাদ্দ করা হয়েছে।

এ ছাড়া ঢাকা থেকে ফ্লাইট ছাড়ার আগে করাচি বিমানবন্দর কর্তৃপক্ষকে ফ্লাইটসংক্রান্ত সব তথ্য জানানো বাধ্যতামূলক করা হয়েছে। একই সঙ্গে অপারেশনাল সমন্বয় ও নিরাপত্তা বিধি মেনে চলার বিষয়েও কড়াকড়ি থাকবে।

কর্মকর্তাদের মতে, এই সরাসরি বিমান যোগাযোগ দুই দেশের মানুষের যাতায়াতকে সহজ করবে এবং ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে নতুন সম্ভাবনার দুয়ার খুলবে।