নির্বাচনী পোস্টার নিষিদ্ধ, প্রার্থীদের আচরণবিধি মানার নির্দেশ ইসির
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ২১:৩৫ | অনলাইন সংস্করণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী পোস্টার মুদ্রণ না করার জন্য দেশের সব ছাপাখানাকে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে প্রার্থীদেরও পোস্টার ব্যবহার না করাসহ আচরণবিধি প্রতিপালনের নির্দেশ দেওয়া হয়েছে।
ইসি’র নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষরিত বুধবার (২৮ জানুয়ারি) এক নির্দেশনা দেশের সকল রিটার্নিং কর্মকর্তা, জেলা প্রশাসক, পুলিশ সুপার, নির্বাচনী কর্মকর্তাসহ মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট প্রশাসনের কাছে পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বর্তমানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী প্রচারণা কার্যক্রম চলমান রয়েছে।
সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি-৭(ক) অনুযায়ী নির্বাচনী প্রচারণায় লিফলেট বা হ্যান্ডবিল, ফেস্টুন, ব্যানার ও বিলবোর্ড ব্যবহার করা যাবে। তবে নির্বাচনী প্রচারণায় কোনো প্রকার পোস্টার ব্যবহার করা যাবে না।
নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, এ অবস্থায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা যেন পোস্টার ব্যবহার না করেন এবং সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধিসমূহ যথাযথভাবে প্রতিপালন করেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
পাশাপাশি নির্বাচনী পোস্টার মুদ্রণ না করার জন্য প্রিন্টিং প্রেসগুলোকে নির্দেশনা দেওয়ার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।
