শতভাগ ভোটাধিকার নিশ্চিত করাই লক্ষ্য: ইসি সানাউল্লাহ
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ২০:০১ | অনলাইন সংস্করণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-কে সামনে রেখে পটুয়াখালীতে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় অংশ নিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। শুক্রবার (৩০ জানুয়ারি) জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় তিনি জানান, নির্বাচনের সার্বিক পরিবেশ বর্তমানে সন্তোষজনক এবং ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে আসার জন্য সব ধরনের সহায়ক পরিবেশ তৈরি করা হয়েছে।
নির্বাচন কমিশনার বিশেষ গুরুত্ব দিয়ে জানান যে, নির্বাচনের সময় স্বাভাবিক প্রতিদ্বন্দ্বিতা থাকলেও কোনোভাবেই যাতে অস্থিরতা সৃষ্টি না হয়, সেদিকে কঠোর নজর রাখা হচ্ছে। এছাড়া ‘গণভোট অধ্যাদেশ ২০২৫’ এর ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, সাধারণ নির্বাচনের মতো গণভোটের ক্ষেত্রেও একই ধরনের নিয়ম ও আচরণবিধি কার্যকর থাকবে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিরপেক্ষতার বিষয়ে সতর্ক করে তিনি বলেন, তারা জনগণকে ভোট সম্পর্কে অবহিত করতে পারবেন, তবে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের পক্ষে কোনো অবস্থান নিতে পারবেন না।
জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড. মো. শহীদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশনার একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
