নির্বাচনে প্রশাসন নিরপেক্ষতা হারালে কঠোর ব্যবস্থা: ইসি সানাউল্লাহ

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ২১:২৬ | অনলাইন সংস্করণ

আসন্ন নির্বাচনে প্রশাসনের কেউ নিরপেক্ষতা হারালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেছেন, নির্বাচন অনুষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের অবশ্যই তার পছন্দের-অপছন্দের ঊর্দ্ধে উঠতে হবে। যদি কেউ নিরপেক্ষতা হারান তাঁর ব্যাপারে নির্বাচন কমিশন ভয়ানক কঠিন হবে।

শনিবার ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচন উপলক্ষে জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল ও ভিজিল্যান্স টিমের সঙ্গে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।

নির্বাচনে সবাইকে নিরপেক্ষ থাকার আহবান জানিয়ে মো. সানাউল্লাহ বলেন, নিরপেক্ষতার বিষয়টি নিশ্চিত করতে হবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আজ পর্যন্ত কোনো নির্দেশনা দেওয়া হয়নি, যেটা পক্ষপাতমূলক। ভবিষ্যতেও এমন কিছু দেওয়া হবে না।

সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের কথা উল্লেখ করে তিনি বলেন, এবার ভোটের মাধ্যমেই জিততে হবে- দুই নম্বরির কোনো সুযোগ নাই। সবাইকে দৃঢতার সঙ্গে কাজ করতে হবে। ভয়ভীতি ত্রাস, মব এসব কিছু যেন আমাদের কাজ থেকে দূরে রাখতে না পারে।

নির্বাচন কমিশনার বলেন, এটা শুধু গণতন্ত্রের প্রত্যাবর্তন বা গণতান্ত্রিক ধারাকে সুসংগঠিত করার নির্বাচন নয়। এ নির্বাচনের সঙ্গে জাতীয় ভাবমূর্তি, আন্তর্জাতিক পরিমন্ডলে আমাদের অবস্থান, দেশের ব্যবসা বাণিজ্য বিনিয়োগ তথা কর্মসংস্থান সবকিছু জড়িত। এটি কোনো নিয়ম রক্ষার নির্বাচন নয়। সবাইকে এর গুরুত্ব উপলদ্ধি করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষ থেকে স্বচ্ছতা ও দৃঢ়তার সঙ্গে কাজ করতে হবে। ভোট কেন্দ্রগুলো যেন ভোটাদের অনুকূলে থাকে, সেই বিষয়েও গুরুত্ব দিতে বলেন তিনি।

সভায় জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, সহকারী রিটার্নিং অফিসারসহ বিভিন্ন থানার ওসি ও জেলা পর্যায়ের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।